উত্তরার মাইলস্টোন স্কুলে ভয়াবহ বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসা সহায়তায় চীনের একটি বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সদের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাত ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে মেডিকেল টিমটি। ঢাকায় নিযুক্ত চীনা দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।
চীনা দূতাবাস জানায়, প্রতিনিধি দলের সঙ্গে রয়েছে প্রয়োজনীয় ওষুধ, সার্জিক্যাল সামগ্রী এবং আধুনিক চিকিৎসা সরঞ্জাম।
বিমানবন্দরে মেডিকেল দলের সদস্যদের স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মোহাম্মদ নূরে আলম (পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগ) এবং চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।
চীনা প্রতিনিধি দল শুক্রবার সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন করে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা কার্যক্রমে অংশ নেবে। তারা প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করবে। গুরুতর রোগীদের উন্নত চিকিৎসার প্রয়োজন হলে চীনে স্থানান্তরের সুপারিশও করা হতে পারে।
এরই মধ্যে কুনমিং মেডিকেল ইউনিভার্সিটির অনুমোদিত হাসপাতালের বিশেষজ্ঞরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে যৌথ ভিডিও কনসালটেশনের মাধ্যমে গুরুতর আহতদের জন্য চিকিৎসা পরিকল্পনা তৈরি করেছেন।
উল্লেখ্য, এর আগে ভারত ও সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় এসে চিকিৎসা কার্যক্রমে অংশ নিয়েছে।
গত সোমবার (২১ জুলাই) ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। হৃদয়বিদারক এই দুর্ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং বহু শিক্ষার্থী ও শিক্ষক আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।