রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২৭ জন দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, দগ্ধদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী এবং তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, “দগ্ধদের মধ্যে অধিকাংশই শিক্ষার্থী। তাদের চিকিৎসায় জরুরি বিভাগে একটি বিশেষ মেডিকেল টিম কাজ করছে। এখনো আহতদের হাসপাতালে নিয়ে আসা হচ্ছে।”
আইএসপিআরের এক বিবৃতিতে জানানো হয়, বিমানটি সোমবার দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং দেড়টার কিছু পরই বিধ্বস্ত হয়। এতে মাইলস্টোন স্কুলের ‘হায়দার হল’ ভবনে আগুন ধরে যায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা, এরপরই দেখা যায় আগুন জ্বলছে। আহতদের রক্তাক্ত ও দগ্ধ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
মাইলস্টোন কলেজের একাদশ শ্রেণির ছাত্র হাবিবুর রহমান বলেন, “আমি ক্লাস শেষ করে বের হই, তখনই ক্যান্টিনের সামনের দিকে বিকট শব্দ শুনি, আগুন দেখে দৌঁড়ে বের হয়ে আসি।”
এ দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।