কমেছে ইউরো-পাউন্ডসহ প্রায় সব প্রধান মুদ্রার দাম
আজ সোমবার (১৪ জুলাই), চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের মুদ্রাবাজারে ডলারসহ বেশিরভাগ বৈদেশিক মুদ্রার দাম কমেছে। টানা চতুর্থ কার্যদিবসেও ডলারের দাম হ্রাস পেয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
আজকের লেনদেনে ডলারের সর্বোচ্চ দর ছিল ১২০ দশমিক ১০ টাকা এবং সর্বনিম্ন দর ১১৯ দশমিক ৫০ টাকা। গড় দর দাঁড়িয়েছে ১১৯ দশমিক ৭২ টাকা।
গত মে মাসে ডলারের আনুষ্ঠানিক দর বৃদ্ধি পাওয়ার পর কিছুদিন স্থিতিশীল থাকলেও সাম্প্রতিক সময়ে আবারও কমতির ধারা দেখা যাচ্ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, আজ ইউরো, ব্রিটিশ পাউন্ড, ভারতীয় রুপি, চীনা ইউয়ান, অস্ট্রেলীয় ডলার ও সিঙ্গাপুরি ডলারসহ প্রায় সব প্রধান মুদ্রার মান কমেছে। শুধু জাপানি ইয়েনের দর অপরিবর্তিত রয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক মুদ্রার দামের এ ধরনের ওঠানামা দেশের আমদানি-রপ্তানি ও ব্যবসায়িক খরচে সরাসরি প্রভাব ফেলে।
উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত বিনিময় হারের চেয়ে খোলাবাজারে মুদ্রার দর কিছুটা বেশি থাকে। মুদ্রাবাজারে চলমান এই দামের পরিবর্তন অর্থনীতির জন্য যেমন চ্যালেঞ্জ, তেমনি কিছু খাতের জন্য স্বস্তিও বয়ে আনতে পারে।