জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারীদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে যেখানে নারীদের প্রতি কেউ কুদৃষ্টি দেওয়ার সাহস পাবে না। এ বিষয়ে কঠোর অবস্থানের কথাও তিনি উল্লেখ করেন।
সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ওয়াজির আলী হাইস্কুল মাঠে জেলা জামায়াত আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলন-সংগ্রামে যারা স্বামী, স্ত্রী, সন্তান, বোন কিংবা বাবাকে হারিয়েছেন, তিনি তাদের হয়ে কথা বলছেন। জীবনের ঝুঁকি নিয়ে তিনি নির্যাতিত ও নিপীড়িত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন বলেও জানান। তাঁর ভাষ্য অনুযায়ী, অপশাসনের বিরুদ্ধে কথা বলাই ছিল তাদের একমাত্র ‘অপরাধ’, যার কারণে অনেককে তুলে নিয়ে হত্যা করা হয়েছে।
তিনি আরও বলেন, বহু পরিবার এখনো তাদের সন্তানদের কোনো সন্ধান পায়নি। সন্তানহারা মা-বাবার আহাজারি সহ্য করা অত্যন্ত কষ্টকর। এছাড়া জোরপূর্বক টাকা আদায় ও চাঁদাবাজির অভিযোগ তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, জনগণ কি আবার সেই ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে চায়?
সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, ঝিনাইদহ-৩ আসনের প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনের প্রার্থী আবু তালিব এবং ঝিনাইদহ-১ আসনের প্রার্থী এএসএম মতিউর রহমান।
জেলা জামায়াতের আমির মাওলানা আলী আজম মো. আবু বকরের সভাপতিত্বে অনুষ্ঠিত এই জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
4