কক্সবাজার প্রতিনিধি
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের জেলা কক্সবাজারে নতুন পর্যটন সম্ভাবনা উন্মোচিত হয়েছে। কক্সবাজার শহর থেকে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে প্রায় ৪৫ কিলোমিটার দূরে উখিয়ার মনখালী গ্রামে ভিড় জমতে শুরু করেছে পর্যটকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিক ইমরুল কাওসার ইমনের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর গ্রামটি পরিচিতি পেয়েছে ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ নামে।
ভিডিওতে মনখালীর প্রাকৃতিক সৌন্দর্যকে সুইজারল্যান্ডের সঙ্গে তুলনা করা হয়। কয়েক দিনের মধ্যে ভিডিওটি স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং পর্যটক আগমন শুরু হয়। স্থানীয়রা একটি অস্থায়ী বোর্ডও স্থাপন করেছেন।
স্থানীয় সাংবাদিক শফিকুল ইসলাম জিসান জানান, “মনখালীর প্রাকৃতিক সৌন্দর্য সবসময়ই পর্যটক আকর্ষণের মতো। কিন্তু আগে প্রচার-প্রচারণার অভাবে পর্যটকরা মনখালীর নামও জানতেন না। এখন ‘কক্সবাজারের সুইজারল্যান্ড’ পরিচিতি এলাকা ঘিরে নতুন সম্ভাবনা তৈরি করেছে।”
সেলিম উদ্দিন সিরাজী, উখিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বলেন, “মনখালী একটি ঐতিহ্যবাহী গ্রাম। পর্যটনের জন্য বিপুল সম্ভাবনা রয়েছে। সাংবাদিক ইমনের ভিডিও পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। সরকারের নজর এলে মনখালী কক্সবাজারের অন্যতম জনপ্রিয় পর্যটন স্পটে পরিণত হতে পারে।”
গ্রামবাসীরাও আশাবাদী। তাদের বিশ্বাস, সরকারি ও স্থানীয় প্রশাসনের উদ্যোগে অবকাঠামো উন্নয়ন হলে মনখালী আন্তর্জাতিক মানের পর্যটনকেন্দ্রে রূপান্তরিত হবে।
জানা গেছে, ইমরুল কাওসার ইমন দৈনিক ভোরের ডাক পত্রিকার সিনিয়র রিপোর্টার এবং রংপুর বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএ)-এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।