বাংলাদেশে আসন্ন জাতীয় নির্বাচনের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ স্পষ্ট হয়ে উঠেছে। ছোট দলগুলো বড় দলের জোটে যোগ দিয়ে আসন ভাগাভাগির মাধ্যমে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। কিন্তু জোটগত অংশগ্রহণে আনুপাতিক প্রতিনিধিত্ব কীভাবে বাস্তবায়িত হবে, তা নিয়ে রয়েছে অস্পষ্টতা।
ইসলামি দলগুলো সংসদের উচ্চ ও নিম্ন—দুই কক্ষে-ই আনুপাতিক পদ্ধতির পক্ষে থাকলেও, বিএনপি ও মিত্ররা নিম্নকক্ষে সরাসরি ভোট চায়। তারা উচ্চকক্ষেও অনুপাতিক ভোট পদ্ধতির বিরোধিতা করছে।
জাতীয় ঐকমত্য কমিশন প্রস্তাব করেছে, নিম্নকক্ষে বর্তমান সরাসরি ভোট পদ্ধতি বহাল রেখে শুধুমাত্র উচ্চকক্ষে আনুপাতিক ভোট চালুর। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনো কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত হয়নি।
কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানান, সব দলের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তবে নির্বাচন বিলম্বিত করার পরিকল্পনা নেই।
তবে অনেক রাজনীতিক মনে করছেন, প্রায় এক বছর পার হয়ে গেলেও সরকারের ভেতরে সমন্বয়ের অভাব ও পরিপক্ব পরিকল্পনার ঘাটতির কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা বাড়ছে।
নির্বাচন নিয়ে আবার অনিশ্চয়তা!
11