নির্বাচনী রোডম্যাপের দাবিতে অনড় রয়েছে বিএনপি। দলটির শীর্ষ নেতারা দ্রুত রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা এ নিয়ে ধারাবাহিকভাবেই কথা বলে আসছেন। মাঝে এ দাবিতে কিছুটা নমনীয়তা লক্ষ্য করা গেলেও এখন আবার বেশ তাড়া দেখা যাচ্ছে।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার এক সমাবেশে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে তাদের ওপর অর্পিত দায়িত্ব প্রতিপালনের রোডম্যাপ নির্দিষ্ট করতে হবে। সব পরিবর্তন সাধন যেমন তাদের (অন্তর্বর্তী সরকার) পক্ষে সম্ভব নয়, তেমনি বহন করতে সক্ষম হবেন না এমন দায়িত্বও কাঁধে নেওয়া ঠিক হবে না।
রোডম্যাপ নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামী নেতাদের মধ্যে কথার লড়াইও দেখা গেছে। বিএনপি ছাড়া অন্য দলগুলো কিছুটা ধীরে চলো নীতি গ্রহণ করেছে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, দুই বছরের জন্য একটা জাতীয় ঐকমত্যের সরকার প্রয়োজন। যারা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন এনে একটি মানবিক রাষ্ট্র গড়ে তুলবে।
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, আমরা আগে থেকেই বলে আসছি, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। সেই যৌক্তিক সময় যখন হবে, হাটে হাঁড়ি ভেঙে দেব, দেরি করব না ইনশা আল্লাহ।
বিএনপির সূত্রমতে, অন্তর্বর্তী সরকার দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকতে পারে এমন শঙ্কা থেকেই তাগাদা দেয়া হচ্ছে রোডম্যাপ ঘোষণার। বিএনপি নতুন করে কোনো ঝুঁকিতে পড়তে চায় না। যদিও অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা যৌক্তিক সময় নেয়ার কথা বলেছেন। কিন্তু বিএনপি চায় সুনির্দিষ্ট টাইমফ্রেম।