79
উপজেলা ভোট নিয়ে কড়া নির্দেশ দিয়েছে আওয়ামী লীগ। মন্ত্রী এমপিদের আত্মীয়-স্বজনদের ভোটে অংশগ্রহণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইতোমধ্যে দলের এই সিদ্ধান্তের কথা সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে জানিয়ে দেয়া হয়েছে। যারা এই নির্দেশ ভেঙে নির্বাচনে অংশ নেবেন তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী এমপিদের সন্তান, পরিবারের সদস্য ও নিকট আত্মীয়রা দলীয় এই নিষেধাজ্ঞার আওতায় থাকবেন। জানা যায়, বিভিন্ন স্থানে নেতাকর্মীদের মধ্যে বিভেদ ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী শেখ হাসিনা কঠোর এই নির্দেশনা দেন।